আগামী সপ্তাহে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরুর আগে ডাক পাওয়া খেলোয়াড়দের করোনাভাইরাস টেস্ট করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় দফায় মঙ্গলবার ১৫ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়। তাতে কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে একজনের শরীরে।
টেস্ট পজিটিভ আসা এই ক্রিকেটার হলেন ইফতেখার হোসেন ইফতি। তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। করোনা আক্রান্ত এই ব্যাটিং-অলরাউন্ডারকে আপাতত অ্যাকাডেমি ভবনে আইসোলেশনে রাখা হবে বলে জানান তিনি।
ইফতেখারের করোনার আক্রান্তের খবর নিশ্চিত করেছেন বিসিবি’র গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সারও, “মঙ্গলবার আমরা ১৫ ক্রিকেটারের কোভিড-১৯ টেস্ট করিয়েছি। এতে একজন পজিটিভ এসেছে। সে এখন আইসোলেশনে থাকবে। বাকিদের বিকেএসপিতে পাঠানো হয়েছে।”
আগামী ২৩ আগস্ট থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের মাসব্যাপী ক্যাম্প; চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
ক্যাম্পের জন্য ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা হচ্ছে তিন দিন ভাগ করে। দুই দিনে ৩০ ক্রিকেটার ও ১২ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়ে গেছে এরই মধ্যে।
বিকেএসপিতে চার সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে চলমান করোনা পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে। এরপর হবে ফিটনেস ও স্কিল ট্রেনিং।
সানবিডি/আরএম/