উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে এক সাথে কাজ করবে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে শিল্প মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম।
সমঝোতা স্মারকে বিসিআই এর পক্ষে স্বাক্ষর করেন বিসিআই সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী এবং এনপিও এর পক্ষে স্বাক্ষর করেন এনপ্ওি এর পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার।
সভায় বিসিআই সহ-সভাপতি বলেন, শুধু শিল্পায়ন ঘটলেই প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না, প্রকৃত অর্থনৈতিক উন্নয়নে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নাই। দেশের সর্বপ্রকার শিল্পের প্রতিনিধিত্বকারী একমাত্র চেম্বার হিসেবে বিসিআই শিল্প মন্ত্রণালয়ের সাথে দির্ঘদিন যাবৎ কাজ করে চলেছে এবং বিসিআই দেশে নতুন উদ্যোক্তা, মাইক্রো ও স্মল শিল্প উদ্যোক্তা সৃষ্টি এবং উন্নয়নে একত্রে কাজ করে চলেছে। এছাড়াও, স্থানীয় সকল শিল্পের সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে বিসিআই কাজ করে চলেছে। আজ এই সমোঝতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই কাজ আরো বেগবান হবে।
শিল্প সচিব বলেন, অর্থনৈতিক উন্নয়নে উৎপাদনশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবে শিল্প ব্যবস্থায় আমুল পরিবর্তন আসছে। বর্তমানে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষতা উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতি আমাদের জোর দিতে হবে আর এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত সমৃদ্ধ বাংলাদেশে আমরা পৌছাতে পারবো। বিসিআই এবং এনপিও এর মধ্যে এই সমোঝতা স্মারক শিল্প ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিসিআই এবং এনপিও শিল্প ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে দেশ ব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সভা সেমিনারের আয়োজন করবে এবং উৎপাদনশিলতা বৃদ্ধিতে জনসচেতনতা সৃষ্টিতেও কাজ করবে।
অনুষ্ঠানে বিসিআই পরিচালক দেলয়ার হোসেন রাজা ও শহিদ আলম উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রানালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্ধ।
সানবিডি/আরএম/