দেশের অন্যতম বেসরকারি ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) লিমিটেডের শেয়ারহোল্ডাররা ২০১৯ সালের জন্য ঘোষিত ১০ শতাংশ বোনস লভ্যাংশ অনুমোদন করেছে। সম্প্রতি ব্যাংকটির সপ্তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা এ লভ্যাংশ অনুমোদন করে।
ভার্চুয়াল এজিএমে ব্যাংকের সার্বিক অবস্থা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারিকুল ইসলাম চৌধুরী। তিনি বলেন,এসবিসি ব্যাংক ২০১৯ সালে ২২৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে, যা তার আগের বছরের তুলনায় ১১ দশমিক ৫৭ শতাংশ বেশি। এছাড়া এ বছরে ব্যাংকের মোট সম্পদ দাঁড়ায় ৮ হাজার ৪৫৬ কোটি টাকায়, যা ২০১৮ সালের তুলনায় ১৯ দশমিক ৬৮ শতাংশ বেশি।
ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন। সভায় ২০১৯ সালের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়।
ব্যাংকের এমডি ও সিইও বলেন, ২০১৯ সালে ব্যাংকের আমানত ছিল ৭ হাজার ১৫৪ কোটি টাকা। এর আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ছিল ২০ দশমিক ৬৩ শতাংশ। ২০১৯ সালে ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৯৬ কোটি ৭৬ লাখ টাকা এবং আর্নিং পার শেয়ার উন্নীত হয়েছে ১ টাকা ৫৫ পয়সায় বা ১৫ দশমিক ৫০ শতাংশ।
সভায় পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, আব্দুল কাদির মোল্লা, ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, বেগম সুফিয়া আমজাদ, আলহাজ মিজানুর রহমান, মোহাম্মাদ নাওয়াজ, এজেডএম শফিউদ্দিন (শামীম), তাহমিনা আফরোজ, মো. আনোয়ার হোসেন, শেখ সাইদুজ্জামান, হাফিজুর রহমান বাবু, মোহাম্মদ আইয়ুব ও মো. সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান ও মো. সাজিদুর রহমানসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।