পরিমাপ করার সময় তেল কম দেওয়ার অপরাধে দুটি পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা এবং এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।বুধবার বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত ঢাকার শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় এই অভিযান চালায়।
দণ্ডপ্রাপ্ত পাম্পগুলোর মধ্যে শাহবাগের মেসার্স মেঘনা মডেল সার্ভিস সেন্টারকে (পেট্রল পাম্প) ১০ হাজার টাকা এবং নিউ মার্কেট এলাকার মেসার্স নিউওয়েজ সার্ভিসেসকে (পেট্রল পাম্প) এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে বিএসটিআইয়ের পরিদর্শক মো. ছানোয়ার হোসেন ও পূজন কর্মকার অভিযানে অংশগ্রহণ করেন।