
করোনা মহামারিকে জয় করে কোনোরকম দুর্ঘটনা ছাড়াই ইউরোপে ফিরেছে ক্লাব ফুটবল। সফলভাবে শেষ হয়েছে ইপিএল, বুন্দেস লিগা, লা লিগা ও সিরিআর এবারের মৌসুম।
দীর্ঘ বিরতির পর এবার ইউরোপে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল। আগামী মাসে মাঠে গড়াচ্ছে উয়েফা নেশনস লিগ। প্রতিযোগিতা সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণা করেছে স্পেন।
যেখানে ঠাঁই পেয়েছেন বার্সেলোনার অন্যতম মুসলিম তারকা ও ক্লাবটির সর্বকনিষ্ঠ গোলদাতা আনসু ফাতি।
তারুণ্যনির্ভর স্কোয়াডে আনসু ফাতিকে ‘বিস্ময় বালক’ হিসেবে অভিহিত করা হচ্ছে।
আনসু ফাতিকে নিয়ে স্বপ্নে বিভোর স্পেনের কোচ লুইস এনরিকে।
আগামী ৩ সেপ্টেম্বর জার্মানির মাঠে উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচ খেলবে স্পেন। এর তিন দিন পর ঘরের মাঠে ইউক্রেনকে নেমন্ত্রণ জানাবে তারা।
আর এ দুই আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছেন এনরিকে। যেখানে প্রথমবারের মতো জায়গা হয়েছে ফাতির।
অর্থাৎ মাত্র ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটবে এই বিস্ময় বালকের।
আনসু ফাতির জন্ম আফ্রিকার গিনি বিসাউয়ে। গত বছরের সেপ্টেম্বরে স্পেনের নাগরিকত্ব দেয়া হয় তাকে।
স্পেনের অনূর্ধ্ব-২১ দলের সদস্য ছিলেন ফাতি। সম্প্রতি বার্সেলোনার হয়ে তার নৈপুণ্য স্পেন কোচ তথা বার্সেলোনার সাবেক প্রধান কোচ লুইস এনরিকের নজরে পড়ে।
উল্লেখ্য, ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবেও রেকর্ড গড়েন বার্সেলোনার ফাতি। ২০১৯-২০ মৌসুমে কাতালানদের জার্সিতে ৩৩ ম্যাচে করেছেন ৮ গোল।
ফরোয়ার্ড: রোদ্রিগো মোরেনো, মিকেল ওয়ের্জাবাল, আদামা ত্রাওরে, মার্কোস আসেনসিও, আনসু ফাতি, ফেরান তোরেস।
তথ্যসূত্র: এফসি বার্সেলোনা, গোল ডট কম