রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিক তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলনে, রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষার পর বিষয়টি জানা গেছে। তবে এখনো তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। বর্তমানে নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন। তার শরীরে এখনও করোনার কোনো উপসর্গ নেই বলেও জানান শফিকুল ইসলাম।
সানবিডি/প্রতিনিধি/আরএম/