করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আগামী সেপ্টেম্বর পর্যন্ত তাদের ঋণকে খেলাপি না ধরার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বিশাল ছাড় দিয়েও ঠেকানো গেল না খেলপি ঋণ বা এনপিএল। এর মধ্যেও বেড়েছে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬ হাজার ১১৬ কোটি টাকা; যা মোট বিতরণ করা ঋণের ৯ দশমিক ১৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক প্রতি তিন মাস অন্তর ব্যাংক খাতের খেলাপি ঋণ পরিস্থিতির ওপর প্রতিবেদন তৈরি করে। গত মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ কমে ৯২ হাজার ৫১১ কোটি টাকায় নামে। মোট ঋণের যা ছিল ৯ দশমিক শূন্য ৩ শতাংশ। মার্চে ব্যাংকগুলোকে দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, আগে থেকে ঋণ পরিশোধ করছেন এমন গ্রাহক কিস্তি দিতে না পারলে তাকে জুন পর্যন্ত খেলাপি হিসেবে চিহ্নিত করা যাবে না। এই মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ব্যাংকারদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে থেকেই বড় অঙ্কের খেলাপি ঋণ রয়েছে। করোনার সময়ে নতুন করে কেউ খেলাপি না হলেও আগের খেলাপি ঋণ এই সময়ে আদায় হয়নি বললেই চলে। বিশেষ সুবিধা না থাকলে হয় তো খেলাপি ঋণ অনেক বেড়ে যেত।
খেলাপি ঋণ কমিয়ে আনতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নীতি সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গত বছর মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্টে ১০ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দিয়ে বিপুল অঙ্কের ঋণ নিয়মিত করা হয়। গত বছর রেকর্ড ৫২ হাজার ৭৬৭ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিলের মাধ্যমে নিয়মিত করা হয়। এর মধ্যে শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর সময়েই পুনঃতফসিল করা হয় ২১ হাজার ৫৯২ কোটি টাকা। এসব কারণে আদায় না বাড়লেও গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ কমে ৯৪ হাজার ৩৩১ কোটি টাকা হয়। এর তিন মাস আগে তথা গত বছরের সেপ্টেম্বর শেষে এর পরিমাণ ছিল এক লাখ ১৬ হাজার ২৮৮ কোটি টাকা। এর মানে গত বছরের শেষ তিন মাসে ২১ হাজার ৯৫৭ কোটি টাকার খেলাপি ঋণ কমেছিল। সেখান থেকে এক হাজার ৮২০ কোটি টাকা কমে মার্চে ৯২ হাজার ৫১১ কোটি টাকায় দাঁড়ায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতের ঋণস্থিতি দাঁড়িয়েছে ১০ লাখ ৪৯ হাজার ৩০১ কোটি টাকা। তিন মাস আগে ঋণের পরিমাণ ছিল ১০ লাখ ২৪ হাজার ৪৯৮ কোটি টাকা। এর মানে তিন মাসে নতুন ঋণ এবং আগের সুদ মিলে ঋণস্থিতি বেড়েছে মাত্র ২৪ হাজার ৮০৩ কোটি টাকা। জুলাই মাস থেকে প্রণোদনার ঋণ ব্যাপকভাবে বিতরণ শুরু হয়েছে। ফলে আগামী সেপ্টেম্বর প্রান্তিকে ঋণের পরিমাণ অনেক বাড়বে বলে আশা করছেন সংশ্নিষ্টরা।
গত এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণে সুদহার ৯ শতাংশে নামিয়ে আনতে হয়েছে। যে কারণে লোকসান ঠেকাতে এরই মধ্যে খরচ কমানোর নানা উদ্যোগ নিয়েছে ব্যাংকগুলো। বেসরকারি খাতের এক্সিম, দি সিটি, আল-আরাফাহ্ ইসলামী ও এবি ব্যাংকসহ কয়েকটি এরই মধ্যে বেতন কমিয়ে দিয়েছে। অনেক ব্যাংক নানা উপায়ে ব্যয় সংকোচন করছে।