কোনো নাটকের দৃশ্যে নয়, বাস্তবেই অভিনেত্রী জাকিয়া বারী মম-র হাতে থাকা পিস্তলের আঘাতে মাথা ফেটে গেছে অভিনেতা মাহফুজ আহমেদের। শুক্রবার থাইল্যান্ডে ‘স্যাটারডে নাইট’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়ে ঘটেছে এমন ঘটনা।
জানা গেছে, দুর্ঘটনার পর মাহফুজকে দ্রুত একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হয়। চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন।
অভিনেত্রী মম সংবাদমাধ্যমকে বলেন, নাটকের দৃশ্যটি ছিল— মাহফুজ ভাইয়ের মাথায় পিস্তল দিয়ে আঘাত করতে হবে। কিন্তু অসাবধানতাবশত সত্যি সত্যি মাথায় আঘাত লেগে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখতে পেলাম, মাহফুজ ভাইয়ের কপাল বেয়ে রক্ত পড়তে শুরু করেছে। আমি ঘাবড়ে যাই।
‘স্যাটারডে নাইট’ নাটকটি প্রযোজনা করছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট। নাটকটির পরিচালক রায়হান খান। এতে অভিনয় করছেন মাহফুজ আহমেদ, মিশু সাব্বির, তৌসিফ, মম, মেহজাবিন, নিশো, নাঈম প্রমুখ।