সাতক্ষীরা জেলা গনউন্নয়ন ফেডারেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেসরকারী সংস্থা উত্তরণের ইইপি/ সিঁড়ি সেফটি প্রকল্পের আয়োজনে পারুলিয়াস্থ উত্তরণের দেবহাটা সেন্টারে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে নারীনেত্রী মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানবাহাদুর আহ্ছান উল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব,প্রধান আলোচক উত্তরণের সিঁড়ি সেফটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল খালেক, ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার আলহাজউদ্দীন, মনিটরিং ম্যানেজার কামাল হোসেন, লিগ্যাল সার্পোট অফিসার এড.মাহবুব আলম,সদর ম্যানেজার নাজমা আক্তার,বিলকিস খাতুন,মজিবর রহমান,ফারুক হোসেন,আইডিয়ালের সিঁড়ি প্রকল্পের মিজানুর রহমান,পল্লী চেতনার তারিক আজিজ প্রমূখ।