সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৩ বারে ১ লাখ ৭২ হাজার ৯৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৪ বারে ৬৯ হাজার ৩০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৬ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি ১৬০ বারে ১৬ হাজার ৫১৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সি অ্যান্ড এ টেক্সটাইলের ৪ দশমিক ৩৪ শতাংশ, সাভার রিফ্যাক্ট্ররিজে ৪ দশমিক ২৯ শতাংশ, দুলামিয়া কটনের ৪ দশমিক ২৫ শতাংশ, অ্যারামিট সিমেন্টের ৪ দশমিক ২১ শতাংশ, ইনটেকের ৩ দশমিক ৭৬ শতাংশ, বিকন ফার্মার ৩ দশমিক ৭৬ শতাংশ ও আইএফআইসি ব্যাংকের ৩ দশমিক ৪৪ শতাংশ শেয়ার দর কমেছে।
সানবিডি/এসকেএস/৫:২৫/২৬/৮/২০