শরীয়তপুর জেলার কোর্ট চত্বর থেকে ভেদরগঞ্জে পাওনা টাকা আনতে যাওয়ার কথা বলে নিখোঁজ হন আইনজীবীর সহকারী খোকন সরদার (৩৮)। এরপর ৪৯ কেটে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, গত ৮ জুলাই ২০২০ বুধবার বিকাল ৫টার দিকে শরীয়তপুরের তুলাসার স্কুল সংলগ্ন ভাড়া বাসা থেকে ভেদরগঞ্জে যাওয়ার জন্য রওয়ানা হয় খোকন সরদার। খোঁজাখুঁজি করেও খোকন সরদারকে না পেয়ে ৯ জুলাই পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।
এদিকে নিখোঁজ সন্তানকে না পেয়ে বাবা-মায়ের কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে উঠছে । খোকন সরদার সদর উপজেলার পালং ইউনিয়নের গঙ্গাধারপট্রি গ্রামের জোনাবালী সরদারের ছেলে। তিনি শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী এ্যাড.তাইজুল ইসলামের সহকারী হিসেবে কাজ করেন।
বিষয়টি নিয়ে খোকন সরদারের চাচাতো ভাই রোকন সরদার বলেন, খোকন ভাই আর আমি তুলাসার স্কুলের কাছে একই বাসায় ভাড়া থাকি। গত ৮ জুলাই বিকালে খোকন ভাই ভেদরগঞ্জ পাওনা টাকা আনতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। রাতেও বাসায় ফিরে না আসায় ৯ জুলাই পালং মডেল থানায় সাধারণ ডাইরি করি। নিখোঁজের ৪৯ দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো খোকন ভাইকে উদ্ধার করা যায়নি। আমাদের পরিবার খুবই দুর চিন্তায় রয়েছে । আল্লাহ যেনো আমার ভাইকে ভালো ভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেয়।
এ ব্যাপারে পালং মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিজন বলেন, খোকন সরদার নামে একজনে নিখোঁজের জিডি হয়েছে। খোঁজার ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে, বিষয়টি গুরুত্ব দিয়ে উদ্ধারের কাজ চলছে।
সানবিডি/প্রতিনিধি/আরএম/৬:০০/২৬/৮/২০