[gallery ids="9642,9643,9646,9647,9652,9651"]
বলিউডে দৈহিক আকর্ষণে যে সব নায়িকারা এগিয়ে তার মধ্যে অন্যতম আয়েশা তাকিয়া। ৫ ফিট ৫ ইঞ্চি লম্বা আর ৫৬ কেজি ওজনের আয়েশা তাকিয়ার দৈহিক গড়নে রয়েছে কী যেন এক অন্যরকম আকর্ষণ। টারজান ছবির মধ্যদিয়ে বলিউডে পা রাখা এই নায়িকা আকর্ষণীয় দেভঙ্গিতে খুব সহজেই মন কেড়েছেন ভক্তদের। যার ফলে ওই ছবিতে শ্রেষ্ঠ নায়িকা হিসেবে ফিল্মফেয়ার বেস্ট ডেব্যুট অ্যাওয়ার্ড ২০০৪ পুরস্কারও জিতেন তিনি।
ওয়ান্টেডে সালমানের বিপরীতে অভিনয় করা এই নায়িকা দেহভঙ্গিতে মন কেড়েছিলেন সেই ছবিতে ভিলেন চরিত্রে অভিনয়কারী পুলিশ অফিসারেরও। ওয়ান্টেডের দর্শকরা সালমানের অ্যাকশন দেখে যতটা তৃপ্ত হন, ততটাই তৃপ্ত হন আয়েশা তাকিয়ার অঙ্গভঙ্গি দেখেও।
সানবিডি/ঢাকা/রাআ