মেসিকে পেতে মিলানের ২৬০ মিলিয়ন ইউরো?
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৭ ১২:০৩:২৩

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়ার খবরে নড়েচড়ে বসেছেন ইন্টার মিলান সমর্থকরা।
জোর গুঞ্জন বেরিয়েছে, মেসিকে পেতে ২৬০ মিলিয়ন ইউরো নিয়ে লড়াইয়ে নেমেছে ইতালির ক্লাব। সান সিরোতে মেসির পদধূলি পড়বে কি না, তা সময়ই বলে দেবে। তবে আক্ষেপের মৌসুম শেষে মঙ্গলবার রাতে একটি স্বস্তির খবর পেয়েছেন ইন্টার সমর্থকরা।
আগামী মৌসুমেও ইন্টারের কোচের দায়িত্বে থেকে যেতে রাজি হয়েছেন আন্তনিও কন্তে। সম্প্রতি ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে হারের পর পদত্যাগের আভাস দিয়েছিলেন কন্তে। কিন্তু গত পরশু ক্লাবের চীনা সভাপতি স্টেভেন ঝ্যাংয়ের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।
ক্লাবের নতুন প্রকল্প নাকি মনে ধরেছে কন্তের। ইতালিয়ান মিডিয়ার ভাষ্য, মেসিকে শিষ্য হিসেবে পাওয়ার টোপেই নাকি মন গলেছে কন্তের!
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












