ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, দেশের তথ্যপ্রযুক্তি সেবা দেশ ও বিদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে দেশের অন্যতম প্রযুক্তি সেবা দানকারী প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও দেশের অন্যতম শীর্ষ আর্থিক ও ব্যবসায়ীক সেবা দানকারী প্রতিষ্ঠান ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে চুক্তিটি সম্পাদন করা হয়।
সাধারণ মানুষের কাছে তথ্যপ্রযুক্তি পৌঁছে দেয়ার লক্ষ্যে নতুন পরিসেবা ও টেকসই জনশক্তি তৈরি করাই মূল লক্ষ্য ধরে এ ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন, নির্বাহী পরিচালক পারভিন আখতার, প্রধান মানব সম্পদ কর্মকর্তা কামরুল হাসান, প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা নাজিব রাফি এবং ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নোমানুর রশীদ, প্রধান পরিচালন কর্মকর্তা মহিবুল কবির তমাল, প্রধান গবেষণা এবং উন্নয়ন কর্মকর্তা সাদিয়া পারভিন, সহকারী ব্যবস্থাপক আসিফ জামান প্রমুখ।
এ ছাড়াও দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/আরএম/২.৫৩/২৭/৮/২০