ভারতে পাচারের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে শুক্রবার রাত ১২ টায় ৯ কেজি ২’শ গ্রাম ওজনের সোনার বার সহ এক মহিলা পাচারকারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক মহিলা বেনাপোলের সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।
গোপন সুত্রে খবর পেয়ে বেনাপোল ক্যাম্পের বিজিবি সদ্যসরা সাদিপুর গ্রামে দুখু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৯ কেজি ২’শ গ্রাম ওজনের ৫৭ পিচ সোনার বার সহ বানেছা খাতুন (৩৫) নামে এক নারী সোনা পাচারকারিকে আটক করেছে বিজিবি। আটক সোনার মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্নেল সেলিম রেজা জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমান সোনারবার ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্তে দুখুমিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৯ কেজি ২’শ গ্রাম সোনার বার সহ বানেছা খাতুন নামে এক গৃহবধুকে আটক করা হয়। আটক গৃহবধুকে বেনাপোল বিজিবি ক্যাম্পে জিঞাসাবাদ করা হচেছ।
আটক বানেছা খাতুন বিজিবির কাছে স্বীকার করেছে, সে ও তার স্বামী দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে। বিনিময়ে তাদের বার প্রতি ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দেয়া হতো। তবে বিজিবি সোনার মুল মালিক কে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচেছ।
শনিবার সকালে আটক বানেছা খাতুনকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।
সানবিডি/ঢাকা/এসআই ১১:৫১;২৯/৮/২০২০