সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ কমেছে। ফান্ডটি ৫৯২ বারে ২০ লাখ ৮৫ হাজার ৬৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৬১ বারে ৯ লাখ ২৪ হাজার ৬১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফেডারেল ইন্স্যুরেন্সের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯১ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি ৬৬৫ বারে ১৩ লাখ ৮৯ হাজার ৭২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- পাইওনিয়র ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬ দশমিক ৪০ শতাংশ, সমতা লেদারের ৬ দশমিক ১৭ শতাংশ, কুইন সাউথের ৫ দশমিক ৯৫ শতাংশ, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭৫ শতাংশ, ইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৬৬ শতাংশ ও রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬০ শতাংশ শেয়ার দর কমেছে।
সানবিডি/এসকেএস/৪:১৫/৩১/৮/২০