রিজভীর এ কোন অভিযোগ হাসিনার বিরূদ্ধে?

প্রকাশ: ২০১৫-১২-১৩ ২০:৩৯:৪৪


1-81বিএনপি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘দেশে এখন শুধু একদলীয় শাসনই চলছে না, চলছে হাসিনায়ন।’ সরকার পরিকল্পতিভাবে পৌর নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার সকালে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘ঝালকাঠি, নোয়াখালী, ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপির দলীয় প্রার্থীদের ওপর সরকার সমর্থিতদের হামলা চলমান আছে। মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচনের মাঠে সরকারের কাছ থেকে সেই আচারণ পাওয়া যাচ্ছে না।

প্রশাসন বিএনপির প্রার্থীদের হয়রানি করছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বিকার আছে। এ কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।’ বিএনপির সিনিয়র নেতা এমকে আনোয়ার, খন্দকার মোশারফ হোসেনসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর অবিলম্বে মুক্তির দাবি করেছেন দলটির এ নেতা। এসময় উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর হক মিলন, সহমহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।

সানবিডি/ঢাকা/রাআ