সোনারগাঁয় দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, সোমবার প্রতীক বরাদ্দ

প্রকাশ: ২০১৫-১২-১৩ ২১:২৪:৩৭


5692-356x364আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রবিবার সোনারগাঁ পৌরসভার মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে একজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সোনারগাঁ উপজেলার রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিকেল পাঁচটা পর্যন্ত দুজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার সকাল ১০টা থেকে উপজেলা নির্বাচন অফিসে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

দিনের শুরুতেই সকালে সোনারগাঁও পৌরসভায় স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন । তবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান প্রত্যাহারের তথ্য নিশ্চিত করে জানান, সাইদুর রহমান মোল্লা মূলত শনিবার দুপুরেই তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া রবিবার প্রত্যাহারের শেষ দিনে শুধুমাত্র ৮নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি ছাড়া কাউন্সিলর পদে আর কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সংরক্ষিত আসনের প্রার্থী রয়েছেন ৬জন।

সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ দলীয় প্রার্থী জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি, বিএনপি দলীয় প্রার্থী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান।
সোনারগাঁও পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৪শ’ ২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৫শ’ ১০ জন এবং নারী ভোটার রয়েছেন ১০ হাজার ৯শ’ ১২ জন।

সানবিডি/ঢাকা/রাআ