ঘুর্ণিঝড় লোরায় বিধ্বস্ত লুজিয়ানা প্রদেশ পরিদর্শনে গিয়ে বন্যার্তদের সহায়তার জন্য নিজের অটোগ্রাফ বিক্রির পরামর্শ দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শনিবার লুজিয়ানা প্রদেশের লেক চার্লসে পরিদর্শনে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এক জায়গায় বসে পড়েন। এলাকার লোকদের ডেকে কয়েকটি সাক্ষর করেন। এবং ই বে’তে গিয়ে ১০ হাজার ডলারে বিক্রি করতে বলেন।
এরপর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থাকে নির্দেশনা দেন।
ঘুর্ণিঝড় লোরায় ৪ জন মারা গেছে। ২৪০ কিমি বেগে বাতাস প্রবাহিত হয় এতে অনেক বাড়িঘর ভেঙে পড়ে।
সানবিডি/আরএম/২.৪৭/২/৯/২০