‘হিট অ্যান্ড রান’ মামলার পেছনে সালমান খানের প্রায় ২৫ কোটি রুপি খরচ হয়েছে বলে জানিয়েছেন সালমান খানের বাবা সেলিম খান। মামলায় ছেলের খালাস পাওয়ায় আনন্দ ও স্বস্তি প্রকাশ করে বার্তা সংস্থা পিটিআইকে তিনি একথা জানান।
ভারতের একটি সেশন আদালত সালমানের পাঁচ বছরের সাজা ঘোষণার সাত মাস পর ১০ ডিসেম্বর বোম্বে হাইকোর্ট সকল অভিযোগ থেকে সালমান খানকে খালাস দেয়।
পিটিআইকে সেলিম খান বলেন, সবাই খুব খুশি, সালমানের সঙ্গে মানসিকভাবেও যারা একাত্ব তারাও খুশি। আমি স্বস্তি পেয়েছি। মামলায় আমার ছেলে যে পীড়ার মধ্য দিয়ে গিয়েছে তা আমরা সবাই জানি।
২০০২ সালে মদ্যপ অবস্থায় মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গাড়ি চালানোর সময় ফুটপাথে ঘুমিয়ে থাকা একজনকে অনিচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করার অভিযোগে সালমানের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।
সানবিডি/ঢাকা/রাআ