দীর্ঘ ১২ বছর ধরে পালিয়ে থাকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)’র সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহের র্যাব-১৪। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— জামালপুরের বনথ চিথলিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে আজিজুল হক।
এ ব্যাপারে ময়মনসিংহ র্যাব বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজিজুল হক ২০০৯ সাল থেকে জামালপুর থানার এজাহার ভুক্ত আসামি। গাজীপুরের টঙ্গী থানার দত্তপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সেখান থেকেই বিভিন্ন নাশকতার পরিকল্পনা করতে থাকেন আজিজুল। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ আগস্ট বিকেলে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান, জামালপুরে সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের সঙ্গে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আজিজুল হক জেএমবি’র কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। এরপর থেকে তিনি জেএমবি’র গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিতি লাভ করে।
সানবিডি/এনজে