দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এতে বাবা-মেয়ে আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনও’র বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম হামলার ঘটনাটি নিশ্চিত করছেন। তবে কি কারণে হামলা করা হয়েছে এর কারণ সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানাতে পারেননি তিনি।
আকাশ নামে স্থানীয় এক সাংবাদিক গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানমের বাসার বাথরুমের ভেনটিলেটর ভেঙে ভেতরে ঢুকে তাকে ধারাল অস্ত্র দিয়ে মাথায় একাধিক আঘাত করে। এ সময় তার বাবা টের পেয়ে মেয়েকে বাঁচাতে গেলে দুর্বত্তরা তাকেও আঘাত করে পালিয়ে যায়। পরে রাতেই রক্তাক্ত তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সানবিডি/আরএম/১৩.০৭/৩/৯/২০