রেডিও বা টেলিভিশনে যদি আপনার পছন্দের সব গান নিয়ে একটা প্লেলিস্ট বানানো হয়, শুনতে নিশ্চয়ই দারুণ লাগে। কিন্তু যদি খবরের ক্ষেত্রেও এমনটা হয়? এমনই এক নতুন ফিচার নিয়ে আসছে গুগল। ব্রাউজারটির 'ইয়োর নিউজ আপডেট' ফিচারকেই নতুন করে সাজানো হচ্ছে এর আওতায়। আগে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে খবর সংগ্রহ করে ধারাবাহিক নিউজ ফিডে যুক্ত করা হতো। তবে যে পার্থক্যটা চোখে পড়বে তা হলো- এখন থেকে এই সমস্ত খবরই হবে ব্যক্তির পছন্দসই বিষয়ে। আর এর সবই হবে অডিও মাধ্যমে। অর্থাৎ অনেকটা রেডিওতে খবর শোনার মতোই অভিজ্ঞতা দেবে নতুন এই ফিচার।
এখানে ব্যক্তির গুগল সার্চ বা ইউজার ডাটার উপর ভিত্তি করে এই নিউজ আপডেট সাজানো হবে। এজন্য গুগল তার অ্যালগরিথম ব্যবহার করে কিওয়ার্ড খুঁজবে। শব্দগুলোর সঙ্গে মিলে যায় এমন সব খবর দিয়েই ব্যক্তির নিউজফিড সাজানো হবে। যেমন- একজন ব্যক্তি তার পছন্দসই খেলোয়াড় বা ক্রীড়াদল নিয়ে গুগলে সার্চ করল। এই তথ্য নিয়ে তার প্লেলিস্ট বা নিউজ ফিডে যুক্ত করবে গুগল নিউজ।
মোট ৯০ মিনিট বা দেড় ঘণ্টার এই অডিও ফিডে খবরের পাশাপাশি থাকবে পডকাস্টও।
এই ফিচারের জন্য কনটেন্ট বা খবর সংগ্রহ করতে অসংখ্য গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে একত্রে কাজ করছে গুগল নিউজ।
গুগল নিউজের প্রোডাক্ট ম্যানেজার লিজ গেন্স বলেন, 'স্থানীয় সংবাদ পোর্টাল ও প্রতিষ্ঠানগুলো এই ফিচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মহামারিই হোক আর আগুন লাগুক, মানুষ সবসময় নিজের আশেপাশের খবর জানতে চায়। এজন্যই খবরের অনেক গুরুত্বপূর্ণ উপাদানের একটা হল- প্রক্সিমিটি বা নৈকট্য। আর এক্ষেত্রে স্থানীয় সংবাদমাধ্যমগুলোই খবর সরবরাহ করতে পারে সবার আগে।'
গত নভেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন এই ফিচার চালু করা হয়েছে। এখন আন্তর্জাতিক পর্যায়েও এই ফিচারটি ছড়িয়ে দেওয়ার চিন্তা করছে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি। তবে এজন্য কোন দিন-তারিখ ঠিক করা হয়নি। যেহেতু এই ফিচারটি স্থানীয় প্রকাশনার উপর নির্ভরশীল হবে অনেকটাই, তাই খুব দ্রুত এই ফিচার বিশ্ববাসীর কাছে পৌঁছানো সম্ভব হবে না বলেও জানান গেন্স।
সানবিডি/আরএম/৩.৫২/৩/৯/২০