সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৯৭৭ বারে ৭০ লাখ ৮০ হাজার ১৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ২৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিরাকেল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৮ বারে ২৫ লাখ ৮৭ হাজার ৯৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৩৬ বারে ২৩ লাখ ২ হাজার ১৬৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬ দশমিক ০৭ শতাংশ, সোনার গাঁ টেক্সটাইলের ৫ দশমিক ৮৮ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৫ দশমিক ৭১ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪৯ শতাংশ, বিচ হ্যাচারীর ৫ দশমিক ৩১ শতাংশ, মেঘনা পেটের ৫ দশমিক ১১ শতাংশ ও আরএন স্পিনিংয়ের ৫ শতাংশ শেয়ার দর কমেছে।
সানবিডি/এসকেএস/১৪:১৪/৩/৯/২০