নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো দিদার-উল-আলমের কাছে অপরিচিত নম্বর থেকে কল করে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা দিতে অসম্মতি জানালে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপাচার্য।
ঘটনার বর্ণনা দিয়ে উপাচার্য বলেন, গত ১৮ আগস্ট (মঙ্গলবার) '০১৮২৬৭৫২৬১৪'-এই নম্বর থেকে ফোন করে নিজেকে সর্বহারা জলদস্যু নেতা মহিউদ্দিন পরিচয় দিয়ে আমার কাছ চাঁদা দাবি করেন। এসময় টাকা দিতে অস্বীকার করলে মহিউদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শেষে স্বপরিবারে হত্যার হুমকি দেয়।
তিনি জানান, এ ঘটনায় নিরাপত্তার জন্য ধানমন্ডি মডেল থানায় তাৎক্ষণিক একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি জীবননাশের হুমকি প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে বিধি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।
নোবিপ্রবি উপাচার্য আরো বলেন, ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া ফোন ট্র্যাকিং করে জানতে পেরেছেন এই নম্বরটি ঢাকার পল্লবী থানার নেটওয়ার্কের অধীনে রয়েছে। তবে এ পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এই ঘটনার কিছু দিন পরেই গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নোবিপ্রবি উপাচার্যের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তার আইডি থেকে পরিচিত কয়েকজনকে ইনবক্সে মেসেজ দিয়ে বিকাশের (০১৮৮৯৬৭৭২৬৪) এ নম্বরে ২ হাজার টাকা পাঠাতে বলা হয়েছে।
সানবিডি/প্রতিনিধি/আরএম/২০.৫৮/৩/৯/২০