ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি (বিডি ফাইন্যান্স) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৯ দশমিক ৬৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৫ কোটি ৩৫ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের দর বেড়েছে ৩৪ দশমিক ০২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ২১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের দর বেড়েছে ২৭ দশমিক ৫৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৮ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– স্যালভো কেমিক্যালের ২৬ দশমিক ৬৭ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ২২ দশমিক ৮৪ শতাংশ, দুলামিয়া কটনের ২২ দশমিক ৭৫ শতাংশ, বিডিকমের ২২ দশমিক ৭১ শতাংশ, খান ব্রাদার পিপির ২২ দশমিক ৩৭ শতাংশ, এবি ব্যাংকের ২২ দশমিক ২২ শতাংশ এবং আজিজ পাইপের ২০ দশমিক ৮৮ শতাংশ দর বেড়েছে।
সানবিডি/এসকেএস/১১:১৩/৫/৯/২০