সৌদি পুরুষদের পছন্দ ইয়েমেনি নারী

প্রকাশ: ২০১৫-১২-১৪ ১২:০২:৩০


Yamini Nariসাম্প্রতিক সময়ে সৌদি পুরুষদের মধ্যে বিদেশি নারীদের বিয়ে করার প্রবণতা বেড়েছে। আর বিদেশিদের ক্ষেত্রে তাদের পছন্দের শীর্ষে রয়েছে ইয়েমেনি নারীরা। সোমবার সৌদি আরবের বিচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যান এমনই ইঙ্গিত দিচ্ছে।

পরিসংখ্যান বলছে, গতবছর সৌদি আরবে যতগুলো বিয়ে রেজিস্ট্রি হয়েছিল তাদের অর্ধেকেই হয়েছে অ-সৌদি নারীদের সঙ্গে। সৌদি পুরুষেরা বৌ হিসেবে ইয়েমেনি নারীদের প্রাধান্য দিচ্ছেন। এরপরে রয়েছে সিরিয়া ও ফিলিস্তিনি নারীরা। দেশটিতে সবচেয়ে বেশি বিদেশি বিয়ের ঘটনা ঘটেছে মক্কায়।

এছাড়া সৌদিতে বিবাহ বিচ্ছেদের সংখ্যাও বেড়েছে। সেখানে গতবছর মোট ২৭ দশমিক ৮ ভাগ বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে শীর্ষে রয়েছে রাজধানী রিয়াদ। মোট তালাকের প্রায় অর্ধেক অর্থাৎ ৩৯ দশমিক ৯ ভাগই হয়েছে এ এলাকায়। এরপরে রয়েছে মক্কা। পবিত্র এ নগরীতে বিবাহ বিচ্ছেদের পরিমাণ ২২ দশমিক ৭ ভাগ।