৩টি নতুন মূলধনী যন্ত্রপাতি কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল
প্রকাশ: ২০১৫-১২-১৪ ১২:১৭:১৪

নতুন মূলধনী যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩টি নতুন মূলধনী যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেনার সিদ্ধান্ত নেওয়া নতুন যন্ত্রগুলো হচ্ছে- সফট উইন্ডিং অ্যান্ড রিউইন্ডার মেশিন, গ্রে ইন্সপেকশন অ্যান্ড ফাইনাল ইন্সপেকশন মেশিন এবং স্পেক্ট্রোফটোমিটার।
ডিএসই সূত্র আরও জানিয়েছে, কোম্পানিটি পূবালী ব্যাংকের ঋণ সহায়তায় চীন থেকে নতুন মূলধনী যন্ত্র ৩টি আমদানি করবে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৮১ হাজার ২৯৫ মার্কিন ডলার।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













