

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে তাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতারা বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।