রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বয়ে যাওয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে দৈত্যাকৃতির ৪৩ কেজি ওজনের একটি বাঘাআইড় মাছ।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়া পদ্মা নদীর কবিবপুর চর এলাকার আনন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে। সকাল ৬টায় দৌলতদিয়ার দুলাল মন্ডলে আড়তে মাছটি ওঠে। পরে শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ও শেখ নুরু মাছটি ১১৪০ টাকা কেজি দরে ৪৯ হাজার ২০ টাকা দিয়ে কিনে নেয়।
এ বিষয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ জানান, বিশাল এই মাছটি ঢাকায় নিয়ে ১৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে।
সানবিডি/এনজে