বগুড়ার কাহালুতে বাড়ির পাশ থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডুমুরগ্রাম এলাকা থেকে আরমান হাসান নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সে রাত রাত থেকে নিখোঁজ ছিলো।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড সে ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারে নি। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ডুমুরগ্রামের আইজুল ইসলামের ছেল আরমান হাসান (১৯) গাইবান্ধা কৃষি কলেজে শিক্ষার্থী ছিলেন। করোনার কারণে বেশ কিছুদিন ধরে গ্রামেই থাকতেন। রোববার রাত সাড়ে ৮টার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। রাতভর আশপাশের এলাকা খুঁজেও তাকে পাওয়া যায় নি। সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে আরমানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু নিশ্চিত হওয়া যায় নি। তবে ধারণা করা হচ্ছে, এলাকায় কোনো বিরোধের জেরে আরমানকে হত্যা করা হয়ে থাকতে পারে।
সানবিডি/আরএম/১৫.২৪/৭/৯/২০