জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৬টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেছেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরতের জন্য গত ১১ ডিসেম্বর (শুক্রবার) বাদজুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। এ সময় দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়েছিল।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস