কয়েকদিন থেকে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ।
পটুয়াখালী জেলার কুয়াকাটার মহিপুর-আলীপুর মৎস্য বন্দরে এসে ভিড়ছে ট্রলারভরা ইলিশ। জালে বেশি পরিমাণ ইলিশ ধরা পড়ায় দামও কমেছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) মহিপুর-আলীপুর মৎস্য বন্দরে সর্বনিম্ন দামে অর্থাৎ ২৫০ টাকা কেজিতে ইলিশ বিক্রি হয়েছে।
জেলার সদর উপজেলার পায়রাগঞ্জ এলাকার জেলে মালেক মিয়া বলেন, নদীতে আগের চেয়ে ইলিশ বেড়েছে। ইলিশ বেশি ধরা পড়ায় এখন দামও কম। সোমবার সকালে ৩০০-৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২৫০-৩০০ টাকা বিক্রি করেছি।
সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, জেলেদের একেকটি জালের দাম ৫০ হাজার টাকা। নিষেধাজ্ঞার সময় এসব জাল আটক করতে গেলে জেলেরা হামলা চালায়। আগে ইঞ্জিনচালিত ট্রলারে অভিযানে যেতে হতো। এখন স্পিডবোটে দ্রুত সময়ে অভিযানে যাওয়া যায় এবং বেশি এলাকা পরিদর্শন করা যায়। তবে এখন জেলেরা অনেক সচেতন হয়েছেন। দু’একজন ছাড়া বাকি জেলেরা অবরোধের সময় মাছ ধরেন না। নিষেধাজ্ঞার সময় না ধরায় ইলিশের উৎপাদন বেড়েছে। এজন্য ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। এটিই মৎস্য বিভাগের সফলতা।
এসময় তিনি আরও বলেন, যখন দেখি অভিযানের কারণে মাছ বৃদ্ধি পেয়েছে তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। মাছ বৃদ্ধির পেছনে আমাদেরও অবদান রয়েছে। বর্তমানে বিভিন্ন সময় সফল অভিযানের ফলে ইলিশসহ সব ধরনের মাছের উৎপাদন বেড়েছে। বাজারে বড় বড় মাছ দেখলে ভালো লাগা কাজ করে; দেশে মনে শান্তি লাগে।
রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের ইলিশের আড়তদার আলাল প্যাদা বলেন, স্থানীয় জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে ঢাকার মোকামে পাঠাই। সোমবার সকালে ১১০০-১২০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৮০০ টাকা, এক কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৯০০ টাকা, এক কেজির ইলিশ ৭০০ টাকা, ৩০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২৫০ টাকায় বিক্রি হয়েছে। অভিযান শুরুর আগ পর্যন্ত মাছের দাম বাড়বে না। তবে কম ধরা পড়লে বাড়বে।
চরমোন্তাজ ইউনিয়নের জেলে মালেক হাওলাদার বলেন, গত ১০ দিনে প্রচুর ইলিশ ধরা পড়েছে। এখন মাছের দাম কম। গতকাল থেকে কিছুটা কম ধরা পড়ছে। তবে তিন-চারদিন পর ইলিশ কম ধরা পড়বে। তখন দাম বেড়ে যাবে।
মালেক হাওলাদার বলেন,সোমবার আমাদের ট্রলারে ডাকাতি হয়েছে। মাছ নিয়ে আসার পথে হঠাৎ আমাদের ট্রলারের গতিরোধ করে ডাকাতরা। এরপর আমাদের মারধর করে মাছ, জাল ও তেলভর্তি ড্রাম নিয়ে যায় তারা। মাছ ও জিনিসপত্রসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। পরবর্তীতে অন্য ট্রলারের সহায়তায় ঘাটে এসেছি আমরা।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লাহ বলেন, নিষেধাজ্ঞা সফল ও জেলেরা সচেতন হওয়ায় ইলিশের উৎপাদন ও আকার বেড়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার মাছ বেশি ধরা পড়ছে। এজন্য দাম কম।