ময়মনসিংহ সদরের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এত করে ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক ইন্দ্রজিত দেবনাথ।
তিনি জানান, দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফরমা থেকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সাভির্সের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সানবিডি/আরএম/১৫.৩৭/৮/৯/২০