পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও ইসলামিক ফিন্যান্স লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স
আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) এর রেটিং অনুযায়ী, দীর্ঘ মেয়াদে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের 'এএ'- রেটিং দেওয়া হয়েছে। আর স্বল্পমেয়াদে এসটি-৩ হয়েছে।
৩১ ডিসেম্বর, ২০১৯ ও ৭ সেপ্টেম্বর,২০২০ সমাপ্ত সময়ের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।
ইসলামিক ফিন্যান্স
ইমার্জিং ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে ইসলামিক ফিন্যান্সের “এ+” রেটিং দিয়েছে। আর স্বল্পমেয়াদে এসটি-২ হয়েছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।
সানবিডি/আরএম/১১.১৭/৯/৯/২০