আগামীকাল বিপিএলের তৃতীয় আসরের ফাইনাল ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে বরিশাল বুলস। তারপরও যদি বলি ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ কুমিল্লা তাহলে ভুল হবে না। কেন হবে না সে বিষয়টি পরিষ্কার হওয়া দরকার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মালিক নাফিসা কামাল কুমিল্লার অধিবাসী। তেমনি বরিশাল বুলস দলের মালিক (পার্টনার) ও এক্সিওম টেকনোলোজিস লিমিটেড এর মালিক জনাব ইসহাক ভূইয়া সাহেব এর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার পান্ডুঘর গ্রামে। এতে করে সহজেই বলা যায় ফাইনাল ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ কুমিল্লা।
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর কুমিল্লার অধিবাসী। আর তিনি বরিশাল বুলস দলের ব্র্যান্ড এম্বাসেডর, থিম সংও গেয়েছেন তিনি।
সানবিডি/ঢাকা/রাআ