লুজারের শীর্ষে বিআইএফসি
প্রকাশ: ২০১৫-১২-১৪ ১৯:০২:৪৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও লুজারের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ৯ পয়সা বা ৯ দশমিক ২৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি ৮ টাকা ৮০ পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির ৫২ বারে ৫৮ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড গতকালও লুজারের শীর্ষে অবস্থান করেছিল।
লুজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে হাক্কানী পাল্প অ্যান্ড পেপার। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ৫ টাকা বা ৯ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি এদিন সর্বশেষ লেনদেন হয় ৪৭ টাকা ৬০ পয়সা দরে। আজ ৭৫১ বারে কোম্পানির ২ লাখ ১৬ হাজার ৩৭৫টি শেয়ার লেনদেন হয়।
লুজারের তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেড ১ পয়সা বা দশমিক ৯২ শতাংশ শেয়ার দর কমেছে।
লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আল-হাজ্ব টেক্সটাইল এবং আজিজ পাইপস।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













