এনামুল হক বিজয়ের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন এক ব্যক্তি। জাতীয় দলের এই ক্রিকেটারের বিরুদ্ধে বাড়িওয়ালার ছেলেকে মারধরের অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি সময়ে জাতীয় দলের আরো দুই ক্রিকেটারের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন কারণে থানায় মামলা করা হয়।
পেসার রুবেল হোসেনর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন হ্যাপী নামের উঠতি এক মডেল। আর শাহাদাত হোসেন রাজীব ফেঁসে যান গৃহকর্মীকে নির্যাতন করে। রুবেল নির্দোষ প্রমাণিত হয়ে কিছুটা স্বস্তিতে আছেন। আর শাহাদাত আছেন জামিনে।
গতকাল রোববার রাতে কুষ্টিয়ার আরুয়াপাড়ার বাসিন্দা আবদুল হালিম মিয়া বিজয়ের বিরুদ্ধে মামলা করেন।
সোমবার দুপুরে কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ‘ক্রিকেটার বিজয়ের বিরুদ্ধে একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে বিজয়ের বাবা মো. জামিল মিয়া বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টার দিকে একটা ঘটনা ঘটেছে। আমি থানায় গিয়ে ওসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। এটি একটি ছোট ঘটনা।’
সানবিডি/ঢাকা/রাআ