রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে র্যাব সদর দফতরের মেজর রইসুল ইসলাম মনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তথ্যের ভিত্তিতে আমরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের ওই সদস্যদের নজরদারিতে রেখেছিলাম। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।
সানবিডি/আরএম/১৩.৫৭/১০.৯/২০