পুঁজিবাজারের তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনর (বিএসইসি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কমিশনের নিয়মিত ৭৩৯তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্র মতে, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। নন-কনভাটেবল, ফ্লাটিং রেট এ সাব অর্ডনেন্ট। আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফান্ড, কর্পোরেটসসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। টায়ার টু ক্যাপিটাল শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। বন্ডটির ট্রাস্ট এবং অ্যারেন্জার হিসাবে যথাক্রমে গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ইস্টান্ডার্ড চাটার্ড ব্যাংক (এসসিবি)কাজ করছে। এছাড়াও বন্ডটিকে বিকল্প ট্রেডিং বোর্ডে এ অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়।