রাজধানীর মিরপুর এলাকা হতে দেশীয় অস্ত্রসহ ২ ছিনতাই ও অপহরণকারীকে আটক করেছে র্যাব ৪।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ গোল চত্বরে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ১টি শুটার গান, ১টি দুধারি ছোরা, ১টি মোটরসাইকেল, নগদ টাকাসহ ছিনতাই ও অপহরণ চক্রের সক্রিয় সদস্য আরিফুল ইসলাম জয় ওরফে চাক্কু আরিফ (৩২), মো. জোবায়ের হোসেনকে (৩০) আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃতদের বিরুদ্ধে পল্লবী, রুপনগর ও মিরপুর মডেল থানায় অপহরণ, ছিনতাই, মারামারি ও মাদক বিষয়ক বিভিন্ন মামলা রয়েছে।
এছাড়াও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামিরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে রাজধানী মিরপুর, আমিনবাজার, বেড়িবাঁধ, রূপনগর, পল্লবী এলাকায় দীর্ঘদিন যাবত ছিনতাই ও অপহরণ করে আসছিলো। এরা মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করত না এবং কেউ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো।
সানবিডি/আরএম/১৫.২২/১১/৯/২০