নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঋতু আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহত ওই নারীর স্বামীসহ আরো দুইজন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তুলা পাবই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দু’জন হলেন- নিহত ঋতু আক্তারের স্বামী আবুল কালাম (৪২) ও ইজিবাইক চালক নূর উদ্দিন (৩৫)।
নিহত ঋতু আক্তার ও তার স্বামী আবুল কালাম পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের সাউদকান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ঋতু আক্তার ও তার স্বামী একটি ইজিবাইকে করে শ্যামগঞ্জ যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ঋতু মারা যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেছে।
সানবিডি/আরএম/১৭.২৬/১১.৯.২০