বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অবঃ) হোসেন ইমাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (শুক্রবার) বিকেল ৩:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
প্রধান নিরাপত্তা কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বিসিবির নিরাপত্তা প্রধান কর্মকর্তা মেজর (অবঃ) হোসেন ইমাম হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হওয়ায় আজ বিকালে ইন্তেকাল করেছেন।’
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন হোসেন ইমাম। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিসিবি কর্মকর্তা।
সানবিডি/আরএম/১৮.১৭/১১/৯/২০