কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র খুলে নেওয়া হয়েছে চিত্রনায়িকা দিতির। এখন সিসিইউতে আছেন। এখানে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন। অবস্থার উন্নতি হলে তাকে বেডে নেওয়া হবে।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে চেন্নাই থেকে তার মেয়ে লামিয়া চৌধুরী ফেসবুকে এসব তথ্য জানান। চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) চিকিৎসাধীন রয়েছেন দিতি। মস্তিস্কে টিউমার ধরা পড়ায় গত ২৫ জুলাই তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়।
২৯ জুলাই চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। গত ২০ সেপ্টেম্বর দেশে ফেরেন দিতি। ফের অসুস্থতা বেড়ে যাওয়ায় ৩০ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মস্তিষ্কে পানি জমায় আবার অসুস্থ হয়ে পড়েন। দ্রুত দিতিকে দ্বিতীয়বারের মতো চেন্নাইয়ে নেওয়া হয়। ৩ নভেম্বর আবারও তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
সানবিডি/ঢাকা/রাআ