বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় ৮ নসিমনযাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ৫ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- উপজেলার মহারাজপুর গ্রামের আজুফা (৬০), মকবুল (৪০), রঞ্জনা (২৫) সোবাহান (৩৫) ও বন্যা (১১)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়া থেকে শাহজাদপুরগামী শ্যালো ইঞ্জিনচালিত নসিমন ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংক-লরি সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ নসিমনযাত্রী নিহত হন। আহত হয় আরো তিন যাত্রী। আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে তিনজন মারা যান।