জ্বালানি প্রকৌশল খাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড সম্প্রতি বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কাছে মেরিন গিয়ারবক্সসহ মোট ১৬ ইউনিট ‘ওয়াইসি ডিজেল’মেরিন প্রপালশন ইঞ্জিন হস্তান্তর করেছে।
‘আরআইএনএ ক্ল্যাসিফাইড ৪৮০০ ডিডব্লিউটি' শীর্ষক প্রকল্পের অধীনে বসুন্ধরা গ্রুপের এ সহযোগী প্রতিষ্ঠানটি তাদের ৮টি কার্গো জাহাজের জন্য এ ইঞ্জিনগুলো নিয়েছে।এটি এ খাতের দু’টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মাঝে সম্পর্ক সুদৃঢ় করেছে এবং এর মাধ্যমে সামনের দিনগুলোতে প্রতিষ্ঠান দু'টির মধ্যে ব্যবসায়িক সম্ভাবনার সুযোগও সৃষ্টি হয়েছে।
এ নিয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ চৌধুরী বলেন, ‘নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সবার জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, আমরা এমন অংশীদারিত্বেই বিশ্বাসী। এনার্জিপ্যাক এবং বসুন্ধরা উভয় প্রতিষ্ঠানই বিশ্বে বাংলাদেশের একটি সুদৃঢ় অবস্থান তৈরি করার জন্য বৃহত্তর শিল্পখাতের উন্নতির লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ।’
প্রকল্পের জন্য যে মডেলের ইঞ্জিন সরবরাহ করা হয়েছে সেগুলো হলো- ওয়াইসি৮সিএল১৪০০এল-সি২০ ও ১৪০০এইচপি, ১০০০আরপিএম।
সানবিডি/এসকেএস/১৭:২৯/১৩/৯/২০