পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের রাইট শেয়ার বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি কমিশন এই সিদ্ধান্ত নিয়ে কোম্পানিটির ইস্যু ম্যানেজার বরাবর একটি চিঠি ইস্যু করেছে।
কোম্পানিটি তৃতীয় দফা সংশোধনীর মাধ্যমে রাইট অফারের প্রস্তাব বিএসইসিতে জমা দিয়েছিল। সর্বশেষ দুটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা দরে প্রস্তাব করেছির কোম্পানিটি।এর আগে প্রথম দফার প্রস্তাব অনুযায়ী মোট ৪১৬ কোটি টাকার মূলধন সংগ্রহের পরিকল্পনা করেছিল ওয়েস্টার্ন মেরিনের। দ্বিতীয় সংশোধনে তা আড়াইশ` কোটি টাকায় নেমে আসে। তৃতীয় দফার প্রস্তাবে প্রিমিয়ামসহ মূলধন সংগ্রহের পরিকল্পনা ১২৫ কোটি টাকায় নির্ধারণ করা হয়।
সানবিডি/এসকেএস/১৬:৪০/১৪/৯/২০