এবছর ফোর্বস ম্যাগাজিনে প্রথম ১০০ জন ধনবানের তালিকায় নাম তুললেন এই অভিনেতা। তালিকা ৭৭তম র্যাঙ্ক পেয়েছেন প্রভাস। বছরে ২৬ কোটি আয় করে তাঁর আগেই ৭২তম স্থানে রয়েছেন বাহুবলীর পরিচালক রাজামৌলি।
এক ছবিতেই কেল্লাফতে। অভিনয়ের জগতে পা রেখেছেন দীর্ঘদিন। কিন্তু, কপাল ফিরল একটি ছবির হাত ধরেই। এক ‘বাহুবলী’-তেই জীবনেই বদলে গেল দক্ষিণের অভিনেতা প্রভাসের।
এবছর ফোর্বস ম্যাগাজিনে প্রথম ১০০ জন ধনবানের তালিকায় নাম তুললেন এই অভিনেতা। তালিকা ৭৭তম র্যাঙ্ক পেয়েছেন প্রভাস। বছরে ২৬ কোটি আয় করে তাঁর আগেই ৭২তম স্থানে রয়েছেন বাহুবলীর পরিচালক রাজামৌলি।
বছরের শুরুতেই মুক্তি পায় ‘বাহুবলী’। মুক্তির পরেই গোটা দেশে এমনকী দেশের বাইরেও সাড়া জাগানো সাফল্য পায় রাজামৌলির এই ছবি। ‘বাহুবলী’র নায়ক প্রভাস ছবির জন্য দুবছর অন্য কোনও প্রোজেক্টে সই করেননি। ‘বাহুবলী- পার্ট টু’ মুক্তির আগে পর্যন্ত তিনি চুক্তিবদ্ধ।
ছবির দ্বিতীয় ভাগ এখন মুক্তির অপেক্ষায়। পরিচালকসহ কলাকুশলীদের আশা বাহুবলীর দ্বিতীয় অংশ ইতিহাস সৃষ্টি করবে ভারতীয় চলচ্চিত্র জগতে। তেলুগু ব্লকব্লাস্টার এই ছবিটি এখনও পর্যন্ত বক্সঅফিস ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে যা এ যাবৎকালের মধ্যে রেকর্ড।