অনেক দিন আগে থেকেই ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজির বাতিলের খাতায় পড়ে গেছেন এডিনসন কাভানি। উরুগুয়ে স্ট্রাইকারের সঙ্গে প্যারিসের দলটির চুক্তি শেষ হয়েছে জুনে। পিএসজি চ্যাম্পিয়নস লিগের জন্য থিয়গো সিলভাদের সঙ্গে সংক্ষিপ্ত চুক্তি করলেও পাত্তা দেয়নি কাভানিকে। ফ্রি এজেন্টে থাকা কাভানি এখনও নতুন দল পাননি। তিনি তাই বার্সেলোনাকে ফোন করে খেলতে চান বলে প্রস্তাব দিয়েছেন।
কাভানিকে বেশ কিছু ক্লাব দলে নিতে চান বলে আগে থেকেই গুঞ্জন ছিল। পর্তুগালের ক্লাব বেনফিকা সাবেক পিএসজি স্ট্রাইকারকে নিতে চেয়েছিল বলে খবর। কাভানিও ফিরতে চেয়েছিলেন নিজের সাবেক ক্লাবে। অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে কাভানির যোগাযোগের কথা শোনা গেছে। একবার গুঞ্জন বেরিয়েছে, বোকা জুনিয়রর্সে যাবেন কাভানি।
তবে এখনও কাভানি শুরু হয়ে যাওয়া মৌসুমে কোথায় খেলবেন ঠিক করতে পারেননি। ওদিকে হন্যে হয়ে স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা। সুয়ারেজকে খেলাবেন না, জানিয়ে দিয়েছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। ওদিকে আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনিজকে ইন্টার থেকে আনতে ব্যর্থ হয়েছে বার্সা। গ্যাব্রিয়েল জেসুসের কথা শোনা গেলেও আলোচনা এগোয়নি। সমাধানে আসতে পারেনি লিঁও স্ট্রাইকার মেপিস ডিপের ব্যাপারেও।
কাভানি তাই কোম্যানকে চিন্তা মুক্ত করতে চান। খেলতে চান জানিয়ে তাই বার্সাকে ফোন করেছেন কাভানি। সংবাদ মাধ্যম স্পোর্ত এমনই দাবি করেছে। কাভানি এক মৌসুমের চুক্তিতেও বার্সায় খেলতে প্রস্তুত। বাজারে স্ট্রাইকারের যে আকাল এবং দাম তাতে করোনায় আর্থিক সংকটে পড়া বার্সা শেষ পর্যন্ত কাভানি কিংবা কাভানির মতো ‘বাতিল’ কাউকে দলে ভেড়ায় কি-না সেটাই এখন দেখার বিষয়।