জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কঠোর হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। কিন্তু এরপরেও আইএস বিরোধী এই যুদ্ধ প্রতিনিয়ত কঠিন হয়ে পড়ছে বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। জঙ্গি বিরোধী এই অভিযান আরও উন্নত করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের হামলার ঘটনা এবং প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর আইএসবিরোধী অভিযান আরও নতুন কৌশলে চালানো দরকার বলে মনে করেন প্রেসিডেন্ট ওবামা।
পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, আইএস জঙ্গিদের বিরুদ্ধে অতীতের অন্য যে কোন সময়ের তুলনায় আরো কঠিন হামলা চালানো হচ্ছে। নভেম্বর মাসেই আইএস বিরোধী আক্রমণ অনেক গুণে বাড়িয়ে দেয়া হয়েছে।
ওবামা জানালেন, "আইএসের ওপর যুক্তরাষ্ট্র কঠিন থেকে কঠিনতর হামলা চালাচ্ছে। অস্ত্রশস্ত্র, ড্রোন, বিমান ইত্যাদি দিয়ে আইএস এর ওপর আক্রমণের পরিমাণও আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে। গত বছর আইএসবিরোধী অভিযান শুরু হবার পর থেকে আজ পর্যন্ত জঙ্গি দমনে প্রায় নয় হাজারের মতো বিমান হামলা চালানো হয়েছে"।
ওবামা কড়া বার্তা দিয়ে বলেন, ‘আইএসগোষ্ঠীর নেতারা কেউ আর লুকোতে পারবেনা।’
ইরাকে আইএসের নিয়ন্ত্রণে থাকা ৪০ শতাংশ এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। এই গ্রীষ্মের পর থেকে কোন সফল হামলা চালাতে পারেনি জঙ্গি গোষ্ঠীটি বলে জানালেন ওবামা।
সম্প্রতি বেশ কয়েকটি তেলের খনিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো। এই তেলের খনিগুলোই আইএসের মুল অর্থনৈতিক ভিত্তি। সামনে আরও কঠিন লড়াই করতে হবে বলেও মনে করেন ওবামা।
সানবিডি/ঢাকা/এসএস